Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও নাট্যকর্মীদের জন্য নাট্যকর্মশালা


৮ মার্চ ২০২০ ১৬:০৮

ঢাকা থিয়েটারের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও নাট্যকর্মীদের জন্য নাট্যকর্মশালা আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিলের ডেয়ার (ডিজ্যাবিলিটি আর্টস: রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট) প্রকল্পের অধীনে আগামী ১৯-২৩ মার্চ মূলধারার নাট্যকর্মী এবং সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এ কর্মশালা হবে।

ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৪ মার্চ পর্যন্ত যাদের বয়স আঠারো বছরের বেশি তারা আবেদন করতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সংগঠন এবং নাট্যদল থেকে আগ্রহীদের এ কর্মশালায় অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে ই-মেইলে ([email protected]) অথবা ০১৯১১৬৫৯১৯৬ এই নম্বরে।

বিজ্ঞাপন

ব্রিটিশ কাউন্সিলের তিন বছর মেয়াদী প্রকল্প ‘ডেয়ার’ সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষদের মূলধারায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে। মঞ্চের কর্মশালার সাহায্যে তাদের ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে এই প্রয়াস গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য ২০১৬ সালে ব্রিটিশ কাউন্সিল, ঢাকা থিয়েটার ও যুক্তরাজ্যের গ্রেআই থিয়েটার যৌথভাবে বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ শিল্পীদের অংশগ্রহণে ঢাকায় ‘এ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’ মঞ্চস্থ করে।

কর্মশালা ঢাকা থিয়েটার ব্রিটিশ কাউন্সিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর