Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৫-এও প্লেবয়ের কাজ চালিয়ে যাবেন ডলি পার্টন


১০ মার্চ ২০২০ ১৮:০৬

বিনোদন ম্যাগাজিন ‘প্লেবয়’ এর অন্যতম কর্ণধার মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ডলি পার্টন পা রাখলেন ৭৪ বছরে। নানা চড়াই-উৎরাই পাড় করলেও প্লেবয়ের হাল ছাড়েননি। সেই আবেগের কথাই উঠে এলো সম্প্রতি দেওয়া তার এক সাক্ষাৎকারে। ডলি বললেন, ‘বয়সের কারণে প্লেবয়ের কাজ থেমে থাকবে না।’

১৯৫৩ সালে প্লেবয়ের যাত্রা শুরু হয়। এই ম্যাগাজিনের সঙ্গে যুক্ত হওয়ার পর ডলি পার্টন খ্যাতির শীর্ষে ওঠেন। ম্যাগাজিনে ভালো অবদান রাখার কারণে ১৯৭৮ সালে ডলি পার্টনকে পুরষ্কৃত করা হয়। তখন তার বয়স ছিল ৩২ বছর। সেই দিনগুলো এত আনন্দের ছিল যে আবারও নাকি ফিরে পেতে ইচ্ছা করে, জানালেন মার্কিন সঙ্গীতশিল্পী ডলি পার্টন।

বিজ্ঞাপন

ডলি বলেন, ‘ম্যাগাজিনের কাজ থেকে অব্যাহতি নিতে চাই না আমি। এই ম্যাগাজিনে বরাবরের মতোই দায়িত্ব পালন করতে চাই। কিছু মানুষ একথা শুনে বিদ্রুপ করতেই পারে। এসব নিয়ে ভাবি না। সামনের বছর ৭৫ এ পা দিয়েও প্লেবয়ের কাজ সমানতালে করতে চাই।’

বয়সকে কেবল ‘সংখ্যা’ মনে করা উচিত বলে উল্লেখ করে ডলি পার্টন বলেন, ‘দেশের সঙ্গীতশিল্পীরা হঠাৎ করে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না। কারণ দিনশেষে কাজই মানুষের যৌবন ধরে রাখে। বয়স কেবল একটি সংখ্যা।’

চলতি বছরের ১২ এপ্রিল ডলি পার্টনের নতুন একটি প্রামান্যচিত্র (ডকুমেন্টারি) মুক্তি পাবে। ছোটবেলায় দারিদ্রের সঙ্গে কঠোর সংগ্রাম করে ডলির বেড়ে ওঠার গল্প উঠে আসবে তাতে।

ডলি পার্টন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর