করোনার ধাক্কা বলিউডেও
১১ মার্চ ২০২০ ১৬:৪২
সবশেষ তথ্যমতে করোনাভাইরাসে ভারতে ৫২ জন আক্রান্ত হয়েছেন। সেই ধাক্কা লাগলো বলিউডেও। আগামী একমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এমন কয়েকটি সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।
অক্ষয় কুমারের ‘সুর্যবংশী’ ও রণবীর সিং এর ‘৮৩’ মুক্তি পাওয়ার কথা রয়েছে এক মাসের মধ্যে। বলিউডে গুঞ্জন রটেছে, এ দুটি সিনেমা রিলিজের তারিখ পিছিয়ে যাচ্ছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্মাতারা।
রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এর প্রধান নির্বাহী শিবাশিস সরকার স্পটবয়-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাপারটি স্পষ্ট করেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন প্রযোজকরা। তারা এ পরিস্থিতিকে অস্বীকার করছেন না। যদি এ পরিস্থিতির উন্নতি না হয়, তবে হয়ত রিলিজ পিছিয়ে দেওয়া হতে পারে। কিন্তু এখনও কোন সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত এ দুটি সিনেমা যথা সময়েই রিলিজের কথা ভাবা হচ্ছে।
উল্লেখ্য এ দুটি সিনেমা যৌথভাবে নির্মাণ করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।
সুর্যবংশী সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত শেঠী। সুপারস্টার অক্ষয় কুমারকে এ সিনেমায় সন্ত্রাসবিরোধী একটি স্কোয়াডের প্রধান এর চরিত্রে দেখা যাবে। এ মাসের ২৪ তারিখ সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত। এ সিনেমায় আরও অভিনয় করেছেন, অজয় দেবগন, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং।
এছাড়া ৮৩ সিনেমাটি ভারতের ক্রিকেট বিশ্বকাপজয়ী মহানায়ক কপিল দেবকে নিয়ে নির্মিত। কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। এছাড়া দীপিকা পাড়কুনও অভিনয় করেছেন সিনেমাটিতে।