চলচ্চিত্রের শুটিং বন্ধ ৩১ মার্চ পর্যন্ত
২২ মার্চ ২০২০ ১৫:৩১
সিনেমা হল বন্ধে রাখা হয়েছে আগামী ২ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে। এ ঘোষণার পর সিনেমার শুটিংও বন্ধের ঘোষণা আসাটাও স্বাভাবিক ছিলো। আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল প্রকার চলচ্চিত্রের শুটিং বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি।
সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা এ সিদ্ধান্ত নিয়েছি গত বৃহস্পতিবার (১৯ মার্চ)। আপাতত আমরা আগামী ৩১ মার্চ পর্যন্ত শুটিং বন্ধ রাখতে বলেছি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’
সারাহ বেগম কবরী পরিচালিত ‘সেই তুমি এই তুমি’ ছবির শুটিং স্থগিত করা হয়েছে। কবরী এ মাসে তার ছবিটির কোন প্রকার শুটিং করবেন না বলে জানিয়েছেন।
তবে নিষেধাজ্ঞার মধ্যেও শুটিং চলছে আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির। এ প্রসঙ্গে জুয়েল বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমরা ৩০ মার্চের মাঝে সকল শুটিং শেষ করে ঢাকায় ফিরবো। তাছাড়া আমাদের এখানে যারা খাবার পরিবেশন করছে তাদের মাস্ক ও গ্লাভসের ব্যবস্থা করা হয়েছে। সবসময় তিনজন চিকিৎসক সাথে রয়েছেন।’
চলচ্চিত্রের শুটিংয়ের বাইরে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত।