লকডাউনে পারিবারিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন তারকাদের ভিডিও বার্তা
২০ এপ্রিল ২০২০ ২০:০৩
করোনাভাইরাসে সৃষ্ট অসুখ ‘কোভিড-১৯’র কারণে পৃথিবীর অন্যান্য দেশের মত পুরো ভারত লক ডাউন এক মাস ধরে। এ সময়ে দরিদ্র, নিম্নবিত্তসহ অনেকেই খাদ্য সংকটে ভুগছেন। একইসাথে বেড়েছে বিভিন্ন ধরনের সহিংসতা। বিশেষ করে পারিবারিক সহিংসতা আশংকাজনক হারে বেড়েছে। আর এ নিয়ে স্বোচ্ছার হয়েছেন বলিউড ও বিভিন্ন খেলার তারকারা। তারা ভক্তদের এ সম্পর্কে তাদেরকে জানানোর আহ্বান জানিয়েছেন এক ভিডিওর মাধ্যমে।
এ তালিকায় রয়েছেন অজিংক্য রাহানে, আনুশকা শর্মা, দিয়া মীর্জা, ফারহান আক্তার, করণ জোহর, মাধুরী দীক্ষিত নেনে, মিতালি রাজ, নন্দিতা দাস, রাহুল বোস, রোহিত শর্মা, শচীন তেন্ডুলকার, স্বাক্ষী তানওয়ার, শাবানা আজমি, শ্রেয়াস তালপাদে, সোনালী কুলকার্নি, সুনীল শেঠি, বিদ্যা বালান এবং বিরাট কোহলি। তাদের প্রত্যেকেই নারীকে অবমাননাকারী এবং লিঙ্গভিত্তিক অপরাধীদের বিরুদ্ধে নারীসহ সকলকে রুখে দাঁড়াতে বলেছেন। এক্ষেত্রে নারীদেরকে যেনো প্রতিপক্ষ না ভাবেন সাধারণ মানুষ, এ কথাও বলেন ভিডিওতে।
Lets put a #LockDownOnDomesticViolence !! #Dial100 @CMOMaharashtra@DGPMaharashtra @AUThackeray@aksharacentre pic.twitter.com/JHu0M2vD0O
— vidya balan (@vidya_balan) April 19, 2020
উদ্যোগটি সম্পর্কে নন্দিতা শাহ বলেন, ‘লকডাউনের সময়ে পারিবারিক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়া শুধু ভারতের সমস্যা না, পুরো বিশ্বেই এর খবর পাওয়া যাচ্ছে। আমরা জানি কোভিড-১৯ রোগ থেকে রক্ষা পেতে কোয়ারেনটাইন দরকারী, কিন্তু অনেক নারীর পক্ষে এ সময়ে ফোন করে তার প্রতি হওয়া সহিংসতার কথা জানানো কঠিন। তবে আশার কথা হচ্ছে আমাদের সাথে মহারাষ্ট্র সরকার যুক্ত হয়েছে এবং তারা তাদের সহায়তার হাত প্রসারিত করেছে।’