মিউজিক ভিডিওতে প্রসূন আজাদ
২ মার্চ ২০১৮ ১৬:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
একবছর নিষিদ্ধ ছিলেন শোবিজ জগত থেকে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে, অভিনয় দিয়ে আবারো সরব হচ্ছেন প্রসূন আজাদ। ছোট পর্দার জন্য নিয়মিত কাজ করছেন, চুক্তিবদ্ধ হচ্ছেন বিজ্ঞাপন ও সিনেমাতে। ব্যাক্তিগত জীবনের সব ঝামেলা মিটিয়ে বেশ ভালো ভাবেই সামনে আসছেন প্রসূন।
প্রসূন এবার অভিনয় করেছেন একটি মিউজিক ভিডিওতে। ‘জীবনের হিসেব’ শিরোনামের মিউজিক ভিডিওটি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। প্রখ্যাত গীতিকার আসিফ ইকবালের লেখায় গানটি সুর, সঙ্গীত আয়োজন এবং কণ্ঠ দিয়েছেন অটামনাল মুন।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রসূন আজাদ এবং মনোজ কুমার। গানটিতে মনোজ কুমার অভিনয় করেছেন একজন সৎ পুলিশ অফিসারের ভূমিকায়। দেশ এবং দেশের জনগনের প্রতি দায়িত্ববোধ, পরিবারের প্রিয়জনের সাথে সম্পর্কের টানাপোড়ন নিয়েই এই মিউজিক ভিডিও এর কাহিনী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান কবির হিমেল।
সারাবাংলা/টিএস/পিএ