Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন দশক পর ‘সংশপ্তক’


২৫ এপ্রিল ২০২০ ১৭:৫৯

মানুষ এখন ঘরবন্দি করোনাভাইরাসের কারণে। হুট করে অফুরন্ত সময় হাতে পেয়ে মানুষ বুঝতেছে না কী করবে। সময় কাটানোর ভালো একটি উপায় টিভিতে বা ইউটিউবে নাটক-সিনেমা দেখা বা গান শোনা। তাই ঘরবন্দি মানুষদের বিনোদন দিতে বাংলাদেশ টেলিভিশন নিয়েছিলো ব্যতিক্রমী এক উদ্যোগ, তাদের পুরানো বিখ্যাত ও জনপ্রিয় কিছু ধারাবাহিক পুনঃপ্রচারের।

প্রথম পর্যায়ে গত ৬ এপ্রিল থেকে প্রচার করছে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’  প্রচারের পর এবার ‘সংশপ্তক’ প্রচার করা হবে। বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদ খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘বহুব্রীহি’র প্রচার শেষ হলেই ‘সংশপ্তক’ প্রচার শুরু হবে। ইতোমধ্যে টেপ থেকে ধারাবাহিকটির ট্রান্সফারের কাজ শুরু করা হয়েছে।

শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দেন ইমদাদুল হক মিলন। পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন, আল মনসুর ও মোহাম্মদ আবু তাহের।

এতে ‘কানকাটা রমজান’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে প্রশংসিত হন খ্যাতিমান অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদি।

এতে আরো অভিনয় করেন ফেরদৌসী মজুমদার, রাইসুল ইসলাম আসাদ, মুজিবুর রহমান দিলু, মামুনুর রশীদ ও সুবর্ণা মুস্তাফা।

১৯৭১ সালে নাটকটি নির্মাণকালে মুক্তিযুদ্ধ শুরুর পর দীর্ঘদিন দৃশ্যধারণ বন্ধ ছিল। স্বাধীনতার পর আশির দশকের শেষভাগে পুরোদমে নাটকটি প্রচার শুরু হয় বিটিভিতে; দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়টা অর্জন করে ধারাবাহিকটি।

তার প্রায় ত্রিশ বছর পর আবারো ধারাবাহিকটি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হলো।

পুনঃপ্রচার বিটিভি সংশপ্তক হুমায়ুন ফরীদি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর