Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সহায়তা চান সঙ্গীতশিল্পীরা


৮ মে ২০২০ ১৯:৪৪

বৈশ্বিক মহামারি ‘কোভিড-১৯’র কারণে দেশের অন্যান্য অঙ্গনের মতো দেশের সঙ্গীতাঙ্গনও থমকে রয়েছে। এ অঙ্গনের অসহায় কলাকুশলীদের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার জন্য সংবাদ সম্মেলন করেছে ‘সেভ দ্যা বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি (এসবিএমআই)’। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করোনাকালের সংকট উত্তরণে শিল্পীদের জন্য আর্থিক সহায়তা চান।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এসবিএমআই’র সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।  এতে উপস্থিত ছিলেন  আর্ক ব্যান্ডের হাসান, আলম আরা মিনু,জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, রিপন খান, মিলন মাহমুদ, সেভ দ্যা বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির আহ্বায়ক ও সঙ্গীতার কর্নধার সেলিম খান, সদস্য সচিব আতিক ডালিম, প্রচার সম্পাদক ও সমন্বয়ক ফারহাতুল জান্নাত প্রমুখ।

হাসান বলেন, ‘শিল্পীরা সম্মানিত তাই তারা রাস্তায় নেমে তাদের অসহায়ত্বের কথা প্রকাশ করতে পারছে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা মুখ বুজেও সহ্য করতে পারছে না। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে সঙ্গীতাঙ্গনকে বাঁচাতে আর্থিক অনুদান দিয়ে আপনি একজন রাষ্ট্রনায়কের পাশাপাশি একজন মমতাময়ী মায়ের মতোও ভূমিকা রাখুন। ’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘আজ সঙ্গীতাঙ্গনকে বাঁচাতে এগিয়ে না আসলে কাল সঙ্গীতকে পেশা নিতে ভয় পাবে আগামী প্রজন্ম। তাতে কাল গহ্বরে হারিয়ে যাবে বাংলা সংস্কৃতির সঙ্গীত ধারা।’

মিলন মাহমুদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি কণ্ঠশিল্পী, সুরকার ও কলাকুশলীদের দুর্যোগ অবস্থায় পাশে থেকে পুর্বে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমরা কখনোই ভুলব না। আমরা আশা করি জাতীয় দুর্যোগ এই সময়ে আপনি এসবিএমআই কে নিরাশ করবেন না।’

এসবিএমআই করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর