Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের ‘গুঞ্জনে’ অট্টহাসি বাপ্পী চৌধুরীর


১৪ জুন ২০২০ ১৯:২৬ | আপডেট: ১৫ জুন ২০২০ ১৫:৩৯

নায়ক বাপ্পী চৌধুরীর জীবন থেকে ‘বিতর্ক’ শব্দটি যাচ্ছে  না। বরং বলা যায় আষ্টেপৃষ্ঠে বেঁধেছে। সবচেয়ে বিতর্কিত বিষয় তার ‘বিয়ে’। কদিন আগেই নায়িকা অপু বিশ্বাসের সাথে প্রেম, ভালোবাসা ও বিয়ের খবর বেরিয়ে ছিলো। শেষ পর্যন্ত সে খবর সামাল দিয়ে উঠতে পারলেও আবার নতুন করে তার বিয়ের খবর।

এবার আর কোন নায়িকার সাথে প্রেম বিয়ে না। করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন পারিবারিকভাবে বিয়ে করেছেন। বউকে আদর করে ‘তুষার কন্যা’ও ডাকেন তিনি। এমন খবর বেরিয়েছে দেশিয় কিছু গণমাধ্যমে। কিন্তু বাপ্পীর কোন বক্তব্য নেই এ বিষয়ে।

বিজ্ঞাপন

তাহলে কি বিয়ের খবর সত্য, তাই বাপ্পী গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাচ্ছেন? নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে বাপ্পীকে একাধিক বার চেষ্টার পর মোবাইলে না পেয়ে হতাশ হওয়ার মুহুর্তে বাপ্পীর কল ব্যাক।

এ প্রতিবেদক কুশলাদি জিজ্ঞেস করার আগেই বলেন, ‘বউকে নিয়ে শপিং করছিলাম, যমুনা ফিউচার পার্কে। তাই ধরতে পারি নাই’।

শুরুতেই এমন কথায় স্বাভাবিক জিজ্ঞাসা ‘তাহলে বিয়ের খবর সত্য!’

অট্টহাসি দিয়ে বাপ্পী বললেন, ‘দূর! আরে মিথ্যা খবর। পুরাই ফাঁকা আওয়াজ’। আরও বলেন, ‘আমি জানি না কেনো এমন ভুয়া খবর ছড়ালো। হয়তো কোথাও থেকে কোনো ক্লু পেয়েছে, তাই খবর আকারে ছাপিয়ে দিয়েছে যাচাই না করেই। এখন এ ক্ষেত্রে তো আমার কিছু করার নেই।’

বুঝা গেলো খবরটি আপাতত ‘সত্য’ না। কিন্তু তার কাছের বন্ধু-বান্ধবদের অনেকেই বলছেন, এটি তার প্রথম বিয়ে না। দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী আমেরিকান নাগরিক। মূলত আমেরিকান নাগরিকত্ব পাওয়ার জন্যই তিনি তাকে বিয়ে করেছেন। তাই বর্তমান বিয়ের খবরটি প্রকাশ হোক তিনি চান না।

বিজ্ঞাপন

কথাগুলো শুনে বাপ্পী যেনো আকাশ থেকে পড়লেন। মজার ছলে প্রতিবেদককে বলে বসলেন, ‘এক কাজ করো এটাই শিরোনাম করে দাও— বাপ্পী আগে আমেরিকায় বিয়ে করেছেন। তার বউ ছয় মাস পর পর বাংলাদেশে আসে।’ এরপর স্বাভাবিক ভঙ্গীতে বলেন, ‘আমি আমেরিকায় গিয়েছিলাম ২০১৬তে অ্যাওয়ার্ড শো করতে ও ঘুরতে। এর বেশি কিছুই না।’

ক্যারিয়ার বাঁচানোর জন্যও ‘বিয়ের খবর অস্বীকার করছি না’— বলেন বাপ্পী। ‘বিয়ে করলে অবশ্যই সবাইকে জানিয়ে বিয়ে করবো। আমার বাবা-মাকে পছন্দ করবে এমন লক্ষ্মী একটা মেয়েকে বিয়ে করবো।’

সম্পর্কে আছেন, এটা স্বীকার করলেন সারাবাংলার কাছে। তবে তার নাম, পরিচয় এখনই জানাবেন না। দুষ্টামির ছলে বলেন, ‘তাহলে তো আমাকে পছন্দ করে এমন মেয়েরা আর আমাকে নক দিবে না।’

স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কবে বিয়ে করবেন? ‘আরও পাঁচটা ছবি মুক্তি পাক, তারপর’— বলেন বাপ্পী।

বর্তমানে বাপ্পী চৌধুরীর হাতে রয়েছে দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ও সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড-নাইনটিন ইন বাংলাদেশ’ ছবি দুটি। আগামী মাস থেকে এ দুটি ছবিসহ নতুন আরেকটি ছবির কাজ শুরু করবেন, এমনটাই জানালেন তিনি।

অট্টহাসি কোভিড-নাইনটিন ইন বাংলাদেশ ঢাকা-২০৪০ বাপ্পী চৌধুরী বিয়ের গুঞ্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর