Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একতা কাপুরের সাথে অক্ষয়


১৯ জুন ২০২০ ১২:৩০ | আপডেট: ১৯ জুন ২০২০ ১৩:১৩

এ মুহুর্তে বক্স অফিস মাস্টার হচ্ছেন অক্ষয় কুমার। পুরো বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা তিনি। এ সফলতা তাকে বানিয়েছে সময়ের সবচেয়ে ব্যস্ত তারকা। পাইপলাইনে তার অনেকগুলো ছবি থাকায় প্রযোজক ও পরিচালকরা তার শিডিউল ম্যানেজ করতে হিমশিম খাচ্ছেন।

ব্যস্ত শিডিউলের মধ্যেও বলিউডের প্রভাবশালী প্রযোজক একতা কাপুরকে সময় বের করে দিয়েছেন অক্ষয় কুমার। বালাজি ফিল্মসের পরবর্তী ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। খবর বলিউড হাঙ্গামা।

বিজ্ঞাপন

অক্ষয়ের হাতে এ মুহুর্তে ‘পৃথ্বীরাজা’, ‘আতরঙ্গি রে’ এবং ‘বেল বটম’র মতো বড় বাজেটের ছবি রয়েছে। এগুলোর শিডিউল শেষ হতেই এ বছর লেগে যাবে। এরপরও একের পর এক ছবি পরিচালকরা তাকে চাইছেন।

তবে একতা কাপুরের ছবিটির পরিচালক কে কিংবা অক্ষয়ের বিপরীতে কে অভিনয় করবেন অথবা ছবির কাহিনি কী—এসবের কোন কিছুই এখনও জানা যায়নি।

অক্ষয় কুমার একতা কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর