আসছে বিয়ন্সের ‘ব্ল্যাক ইজ কিং’
২৯ জুন ২০২০ ০৪:৫৬
ঘোষণাটি শোনার পর বিয়ন্সের ভক্তরা নড়েচড়ে বসেছেন। জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী বিয়ন্সে নোয়েলসের নতুন একটি ভিজ্যুয়াল অ্যালবাম আসছে আগামী মাসেই। রোববার (২৮ জুন) প্রখ্যাত ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি ও সঙ্গীত শিল্পী বিয়ন্সের কোম্পানি পার্কউড এন্টারটেইনমেন্টের এক যৌথ ঘোষণায় এমনটা জানানো হয়। একই দিন ভিজ্যুয়াল অ্যালবামের টিজারও প্রকাশ পেয়েছে।
বিয়ন্সের নতুন এই অ্যালবামটির নাম ‘ব্ল্যাক ইজ কিং’। এ অ্যালবামের গানগুলো ২০১৯ সালের দ্য লায়ন কিং: দ্য গিফট সাউন্ডট্র্যাকের উপর ভিত্তি করে রচিত। উল্লেখ্য, ডিজনির ব্লকবাস্টার দ্য লায়ন কিং অ্যানিমেশন সিনেমাটিতে নালা’র চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন বিয়ন্সে।
আগামী ৩১ জুলাই অ্যালবামটি ডিজনি প্লাস-এ মুক্তি পাবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। অ্যালবামটির গানগুলো গেয়েছেন, লিখেছেন, পরিচালনা ও প্রযোজনা করেছেন বিয়ন্সে নিজে।
ডিজনি ও বিয়ন্সের তরফ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়, ভিজ্যুয়াল অ্যালবামটি গত ১ বছর ধরে নির্মিত হয়েছে। এতে বিয়ন্সের নিজের যেমন উপস্থিতি থাকবে তেমনি আরও কয়েকজন অতিথি শিল্পীরও থাকবে বিশেষ উপস্থিতি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ ইতিমধ্যে ইউরোপ-আমেরিকায় তুঙ্গে রয়েছে। এরইমধ্যে বিয়ন্সের ‘ব্ল্যাক ইজ কিং’ অ্যালবাম প্রকাশের খবর এলো। বিবৃতিতে বলা হয়, ব্ল্যাক ইজ কিং’ ভিজ্যুয়াল অ্যালবামে মূলত কৃষ্ণাঙ্গদের সৌন্দর্য ও মহিমা তুলে ধরা হয়েছে।