Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান খানের রেকর্ড পারিশ্রমিক


৮ জুলাই ২০২০ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় টেলিভিশনে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। শোটির ১৪ তম সিজন শুরু হতে যাচ্ছে। এ শোয়ের সঙ্গে সালমান খানের নাম ওতোপ্রোতভাবে জড়িত। তাকে ছাড়া শোটি অনেকটাই বর্ণহীন মনে হবে। তাই সবসময় ‘বিস বস’ উপস্থাপনার জন্য উচ্চ পারিশ্রমিক হাঁকেন ‘ভাইজান’। নতুন সিজনের জন্যও নাকি রেকর্ড পরিমাণ পারিশ্রমিক চেয়েছেন।

‘বিগ বস’-এ নিজের পারিশ্রমিক নিয়ে কখনও কোথাও মুখ খুলেননি সালমান। তবে জানা যায়, সবশেষ ‘বিগ বস ১৩’ তে তিনি প্রতি সপ্তাহে শুটিংয়ের জন্য ১২-১৩ কোটি রুপি করে নিয়েছেন। অর্থাৎ ২৬ পর্বের জন্য ৪০৩ কোটি টাকা পেয়েছেন সাল্লু ভাই।

দর্শকদের দাবির মুখে সিজন ১৩’র সময়কাল ৫ সপ্তাহ বাড়ানো হয়েছিলো। ওই সময় পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছিলেন ‘দাবাং’ তারকা। তবে সিজন ১৪ তে এর পরিমাণ বেড়ে এক লাফে হয়েছে ১৬ কোটি রুপি প্রতি সপ্তাহের জন্য।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে ‘বিগ বস ১৪’-এর সকল প্রতিযোগীকে আগে করোনা টেস্ট করে প্রতিযোগীতায় প্রবেশ করতে হবে। আগামী আগস্ট মাসে এর শুটিং হবে। সালমান খান করোনার কারণে নিজের ফার্ম হাউজে এর প্রমোর শুটিং করবেন।

বিগ বস রেকর্ড পারিশ্রমিক সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর