Sunday 13 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওটিটি ও ওয়েব সিরিজে সালমানের না


৯ জুলাই ২০২০ ১২:৫৪

অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এ মাস থেকে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি ওটিটিতে আসবে। তারপরও বলিউডের তিন খান এখন পর্যন্ত এর থেকে দূরে রয়েছেন। শাহরুখ খান ওয়েব সিরিজে বিনিয়োগ করলেও সালমান খান তাও করবেন না বলেছেন। খবর বলিউড হাঙ্গামা।

সালমান খানের দুটি ছবি প্রোডাকশনের ভিন্ন ভিন্ন ধাপে রয়েছে। আরেকটি ছবির পান্ডুলিপি শেষ হয়ে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিন তিনটা ছবি হাতে থাকার পরও সালমান সেগুলোর মুক্তি নিয়ে এতটুকুও চিন্তিত নয়।

বিজ্ঞাপন

সালমানের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন কেনো তিনি চিন্তিত নন। ‘ভাইজানের কোন ছবিই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া সম্ভব নয়। কারণ তার ভক্তরা এটা কখনই মেনে নিবে না। তারা বড় পর্দা ছাড়া অন্য কোথাও ছবি দেখা পছন্দও করবে না। এমনি তার ছবিগুলোর কোন প্রযোজকই এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না’— বলেন সালমানের বন্ধু।

বন্ধুটি আরও বলেন, ‘অক্ষয় কুমার কিংবা আমির খান ওয়েব সিরিজে অভিনয় করা কিংবা প্রযোজনার চিন্তা করলেও সালমানের তাতেও অনীহা রয়েছে’।

ওটিটি ওয়েব সিরিজ সালমান খান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর