Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে রুবাইয়েত জাহানের ‘দুটি চোখ’


২১ জুলাই ২০২০ ১৫:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের মেয়ে রুবাইয়েত জাহান। বর্তমানে ব্রিটিশ প্রবাসী এ শিল্পীর এবারের ঈদে প্রকাশ পাচ্ছে  নতুন গান ‘দুটি চোখ’। গানটির কথা ও সুর করেছেন  হীরা কাঞ্চন হীরক। আর সঙ্গীতায়োজনে আছেন লন্ডন প্রবাসী রাজা কাশেফ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সেমি ক্ল্যাসিক ঘরানার ‘দুটি চোখ’র ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। রুবাইয়েত জাহানের সাথে ভিডিওতে দেখা যাবে রাজা কাশেফকে।

গানটি প্রসঙ্গে রুবাইয়াত জাহান বলেন, ‘দুটি চোখ’ প্রেমিককে কাছে পাওয়ার যে আকুলতা আর ব্যাকুলতা সেটিরই বহি:প্রকাশ। সব শ্রেণীর শ্রোতাদের ভালো লাগবে গানটি। আর ভিডিওটি  সবার নজর কাড়বে বলে আশা করছি।

বিজ্ঞাপন

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে আগামী ২৫ জুলাই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক অ্যাপ ও রবি স্প্ল্যাশে।

দুটি চোখ রুবাইয়াত জাহান