Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে সালমান শাহ’র ৭ সিনেমা


২১ জুলাই ২০২০ ১৮:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিনি সবার পছন্দের, সবার প্রিয়, সবার স্বপ্নের নায়ক সালমান শাহ। তার অভিনীত সিনেমা এখনও সবাইকে নিয়ে যায় সোনালি অতীতে। আর সালমান শাহ অভিনীত সিনেমার গান যেন সব সময়ের, সব ধরণের দর্শক-শ্রোতাদের।

বিভিন্নভাবেই প্রয়াত এই নায়ককে স্মরণ করা হয়। মৃত্যুর ২৩ বছর পরেই সালমান শাহর সিনেমা দর্শকদের কাছে জনপ্রিয়। তাই এই করোনাকালে দর্শকদের প্রিয় নায়কের সিনেমা দেখানোর উদ্যোগ নিয়েছে বিজয় টিভি। ঈদের সাত দিনে বিজয় টিভির পর্দায় থাকছে ৭টি সিনেমা।

ঈদের দিন থকে পরের ছয়দিন রাত ১০টা থেকে প্রচার হবে সালমান শাহ অভিনীত সিনেমা। এই সিনেমাগুলোর মধ্যে সালমান শাহ-শাবনূর জুটির স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, তোমাকে চাই ছবিগুলো।

বিজ্ঞাপন

এছাড়াও প্রচার হবে সালমান শাহ-লিমা জুটির কন্যাদান, প্রেম যুদ্ধ, সালমান শাহ-মৌসুমীর স্নেহ এবং সালমান শাহ-একার প্রিয়জন ছবিগুলো।

এছাড়া ঈদে ৭ দিনে মোট ২৮ ছবি প্রচার করবে বিজয় টিভি। এর মধ্যে সর্বোচ্চ ১৫টি শাকিব খান অভিনীত ছবি প্রচারিত হবে। আরও থাকছে রিয়াজ, মান্না অভিনীত সিনেমা।

বিজয় টিভি সালমান শাহ্‌