Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ইমন খানের ‘বেঈমান’


২৬ জুলাই ২০২০ ১৮:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আজো প্রতিরাত জেগে থাকি তোমার আশায়’ গানটি গেয়ে তুমুল জনপ্রিয়তা পান ইমন খান। ২০০৮ সালে তার প্রকাশিত পঞ্চম একক অ্যালবাম ‘কেউ বোঝে না মনের ব্যথা’-এর গান এটি।  একটা সময়ে তিনিও হারিয়ে যেতে বসেছিলেন। কিন্তু ২০১৮ সালে ‘ভুল মানুষের ঘর’ দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। সে থেকে তার নবযাত্রা শুরু হয়।

গণমানুষের শিল্পী হিসেবে খ্যাত ইমন এবারের ঈদে আসছেন ‘বেঈমান’ নিয়ে। আহমেদ রিজভী’র কথায় গানটির সুর করেছেন অভি আকাশ আর সঙ্গীতায়োজন করেছেন তরিক।

প্রাপ্তি, অপ্রাপ্তি , প্রেম, প্রতারনা আর বিরহের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন স্বরাজ দেব। ভিডিওতে আলভি মামুন ও তামান্না তাবাসসুমের সঙ্গে দেখা যাবে ইমন খানকেও।

বিজ্ঞাপন

ইমন খান গানটি নিয়ে বলেন, রিজভী ভাইয়ের কথায় অসাধারণ গান করলাম। আমার শ্রোতারা যে ঘরানার গান পছন্দ করেন ‘বেঈমান’ ঠিক সেই রকম গান। ভিডিওটিও পছন্দ হওয়ার মতো। আশা করছি ভালো লাগবে সবার।

গানটি প্রযোজনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন। তাদের ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাচ্ছে।

ইমন খান বেঈমান