Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বছরের প্রেমিককে বিয়ে করলেন কর্ণিয়া


২৮ জুলাই ২০২০ ২৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাওয়ার ভয়েস প্রতিযোগীতা ২০১২’র আসরে প্রথম রানারআপ হয়েছিলেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। তিনি ২৭ জুলাই বিয়ে করেছেন। তার বর নাবিল সালাহউদ্দিনও সঙ্গীত অঙ্গনের মানুষ, একজন সঙ্গীত পরিচালক।

কর্নিয়া জানান, গত ২৭ জুলাই তারা দুজন বিয়ে করেছেন। তাদের বিয়ের তারিখ ঠিক করা ছিলো গত ২৭ মার্চ। বিয়ের কার্ড-ভেন্যু সবই ঠিক করা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে সারাদেশ লকডাউনের কবলে পড়লে তখন বিয়ে স্থগিত করা হয়।

তিনি বলেন, ‘আসলে চার মাস অপেক্ষা করতে হলো করোনাভাইরাসের কারণে আমাদের। দুই পরিবারের সম্মতিতেই তখন বিয়ের তারিখ ঠিক করা হয়েছিলো। যাই হোক শেষ পর্যন্ত সব কিছু সুন্দর মতো হয়েছে, এটাই ভালো লাগার।’

বিজ্ঞাপন

নাবিলের সঙ্গে চার বছর ধরে ভালোবাসার সম্পর্ক কর্নিয়ার। এক সঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব, প্রেম। কর্নিয়া বলেন, ‘আমাদের ভালোবাসার কথা পরিবারকে জানালে তারা আমাদের সম্পর্কটাকে সুন্দরভাবেই মেনে নেন। তারা বিয়ের আয়োজন করেন।’

পাওয়ার ভয়েস থেকে উঠে এসে অডিও, মঞ্চ ও সিনেমার প্লেব্যাকে নিয়মিত কর্নিয়া। অন্যদিকে নাবিলের শুরুটা হয় সাবকনসাস ব্যান্ডের মাধ্যমে। এসএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা তিনি। এর আগে কাজ করেছেন আর্ক, প্রমিথিউসসহ অনেক একক শিল্পীর সঙ্গে।

জাকিয়া সুলতানা কর্ণিয়া নাবিল সালাহউদ্দিন