Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে অন্তু করিমের নতুন মিউজিক ভিডিও ‘বলেছে মন’


২৯ জুলাই ২০২০ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদকে সামনে রেখে নতুন মিউজিক ভিডিও ‘বলেছে মন’ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন মডেল ও অভিনেতা অন্তু করিম। সিনেমাজডের ব্যানারে নতুন এই মিউজিক ভিডিও ২৮ জুলাই ইউটিউবে প্রকাশ করা হয়েছে। দর্শকদের মনে সাড়া জাগানো মডেল অন্তুর নতুন মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। এতে অন্তু করিমের সহশিল্পী মডেল মারিয়া শান্ত। রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে নতুন মিউজিক ভিডিওটিতে কণ্ঠ দিয়েছেন মাহাদী সুলতান ও বৃষ্টি।

নতুন মিউজিক ভিডিও সম্পর্কে মডেল ও অভিনেতা অন্তু করিম জানালেন, ‘পবিত্র ঈদুল-আজহায় নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে পেরে অনেক ভালো লাগছে। করোনার এ সময়ে সবাই অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করছেন। অবরুদ্ধ এ সময়ে বিনোদনের খোরাক হিসেবে নতুন মিউজিক ভিডিও ‘বলেছে মন’ দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমি আশাবাদী।’

বিজ্ঞাপন

অন্তু করিম বলেছে মন মিউজিক ভিডিও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর