Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিউজিক ভিডিওতে আঁচল


২৯ ডিসেম্বর ২০২০ ১৭:১৩

ঢাকাই সিনেমার নায়িকা আঁচল আঁখি। বর্তমানে ‘চিৎকার’, ‘আয়না’, ‘কর্পোরেট’, ‘কাজের ছেলে’ ও ‘যমজ ভুতের গল্প’ ছবিগুলোতে অভিনয় করছেন। তিনি সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।

সৈয়দ অমির কণ্ঠে ‘ও জান রে’ শিরোনামের গানটিতে দেখা যাবে তাকে। আঁচলের বিপরীতে মডেল হয়েছেন শিল্পী নিজেই।

সিনেমার আদলে নির্মিত মিউজিক ভিডিওতে আরও রয়েছেন সীমান্ত, রাজু সরকার, তারেক তুহিন, শম্পা নিজাম। তারিফ তুহিনের কথা ও সুরে সঙ্গীত আয়োজনে ছিলেন রামু বিপ্লব। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অন্তর

জি-সিরিজ এর ব্যানারে খুব শিগগিরই ‘ও জান রে’  মুক্তি পাবে।

মিউজিক ভিডিওটি নিয়ে আঁচল বলেন, ‘ও জান রে’ ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এটি দেখলে দর্শকরা সিনেমার স্বাদ পাবে, সিনেমার আদলে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এরকম মিউজিক ভিডিও খুব কমই হয়।

আঁচল ও জান রে মিউজিক ভিডিও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর