Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল নিয়ে রায়হান রাফির ‘দামাল’


৬ আগস্ট ২০২০ ২১:০০

বাংলাদেশে সরাসরি ফুটবলের উপর সরাসরি নির্মিত ছবি মাত্র একটি— খিজির হায়াত খান নির্মিত ২০১০ সালের ‘জাগো’। প্রায় ১০ বছর পর অনম বিশ্বাস ঘোষণা দিয়েছেন দ্বিতীয়টির ‘ফুটবল ৭১’। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ছবিটি। অন্যদিকে বৃহস্পতিবার (৬ আগস্ট) ফুটবল নিয়ে আরেকটি ছবির ঘোষণা দিলেন তরুণ নির্মাতা রায়হান রাফি। ছবির নাম ‘দামাল’।

রাফি সারাবাংলাকে বলেন, ‘একটি ফুটবল দলকে নিয়ে গল্প। প্রবীণদের সঙ্গে নবীন খেলোয়াড়ের মেলবন্ধন ঘটবে গল্প। এর মূল ভাবনায় ফরিদুর রেজা সাগর। চিত্রনাট্য করছেন নাজিম উদ দৌলা।’

‘দামাল’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। রাফি বলেন, ‘আমরা ছবির গল্পটি নিয়ে আমরা গত ৮ থেকে ৯ মাস ধরে কাজ করছি। বেশ ভালোই সময় নিয়েছি গল্পের ভিত গঠন করতে।’

যেহেতু ফুটবল দল দিয়ে ছবি তাই এটি হবে মাল্টিকাস্টিংয়ের ছবি। আগামী অক্টোবরে এর শুটিং শুরু হবে।

অন্যদিকে রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’ ও ‘ইত্তেফাক’ অর্ধনির্মিত অবস্থায় রয়েছে। ছবিগুলো নিয়ে রাফি জানান, ওই ছবিগুলোর শুটিংও খুব শিগগিরই শুরু হবে।

দামাল রায়হান রাফি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর