Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা জয় করলেন তমা মীর্জা


৮ আগস্ট ২০২০ ২২:২৫ | আপডেট: ৮ আগস্ট ২০২০ ২২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী তমা মীর্জা করোনামুক্ত হয়েছেন। টানা ২৬ দিন লড়াইয়ের পর তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ  এসেছে।

প্রথমে বাবা, মা ও ড্রাইভার করোনায় আক্রান্ত তমার পরিবারের। এরপর তিনিও আক্রান্ত হন। সবাই একে একে সুস্থ হয়ে গেলেও তিনি হতে পারছিলেন না।

গত ১১ জুলাই তমা মীর্জা করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। এরপর পরই তিনি বাসাতেই আইসোলাইশনে যান। বাসায় বসে চিকিৎসকের পরামর্শে চলছিলেন। তবে সবশেষ পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসলেও কাশি ও শ্বাসকষ্ট রয়ে গেছে। তবে এর পরিমাণ অনেক কম হওয়ায় চিকিৎসকরা পাত্তা দিচ্ছেন না।

তমা মীর্জা চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবি দিয়ে। ‘নদীজন’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

বিজ্ঞাপন

করোনাভাইরাস তমা মীর্জা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর