টানা ১৮ ঘণ্টা জেরার মুখে রিয়ার ভাই সৌভিক
৯ আগস্ট ২০২০ ১৫:১২
টানা ১৮ ঘণ্টা ধরে জেরা করা হল রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে। শনিবার দুপুর থেকে জেরা শুরু হয়ে সারারাত ধরে চলে সেই জেরা। আজ (রোববার) সকালে হন্তদন্ত হয়ে ইডির অফিস থেকে বের হন তিনি।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, শুক্রবার এনফোর্সমেন্ট ডিরক্টরেটের অফিসে রিয়ার সঙ্গে ছিলেন সৌভিকও। রিয়াকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে জেরা করা হলেও আড়াই ঘণ্টা জেরার পর ছেড়ে দেওয়া হয় সৌভিককে। কিন্তু শনিবার আবার তাকে ডেকে পাঠানো হয়।
ইডি অফিসের সুত্র দিয়ে উক্ত গণমাধ্যম জানিয়েছে, সারা রাত ধরে দফায় দফায় জেরা করা হয় সৌভিককে। সুশান্তের তিনটি কোম্পানির মধ্যে একটির অংশীদার হিসেবে আছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। সেই সুবাদেই সৌভিক যে সংস্থার ডিরেক্টর, তার আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ইডি। সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় টাকা পাঠানো হয়েছে, ১৮ ঘণ্টার জেরায় যাবতীয় বিষয়ে জিজ্ঞেসাবাদ করা হয় সৌহিককে। এবার ভাইয়ের দেওয়া বয়ানের উপর ভিত্তি করেই সোমবার (১০ আগস্ট) ইডি অফিসে আবার হাজির হতে হবে রিয়া চক্রবর্তীকে।
সুশান্ত সিং রাজপুতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন রিয়া চক্রবর্তী, এই অভিযোগ জানিয়ে সম্প্রতি পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের বাবা কে কে সিং। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে নেমে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ‘সন্দেহজনক’ লেনদেনের জন্য আর্থিক কারচুপির অভিযোগ দায়ের করেছিল ইডি। এই বিষয়ে বিহার পুলিশের থেকে তথ্য চাওয়া হয়েছিল। ইডির সেই নির্দেশের পরই বিহার পুলিশের একটি দল কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বান্দ্রা শাখায় গিয়ে সুশান্তের অ্যাকাউন্ট সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করে। সেখানেই বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পাওয়া যায়, যেগুলির সঙ্গে সুশান্তের কোনওরকম সংযোগ ছিল না বলেই দাবি করেছেন তার বাবা কে কে সিং। তারপরই লিখিত অভিযোগ দায়ের হয়। তার প্রেক্ষিতেই এবার ইডির অফিসে কড়া জেরার মুখে রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুত সৌভিক চক্রবর্তী