Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া অনুমোদন


১১ আগস্ট ২০২০ ১১:৫৮

কয়েক বছর ধরে চলচ্চিত্র শিল্পীদের নানাভাবে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতদিন এ টাকা প্রধানমন্ত্রী তার নিজের তহবিল থেকে দিতেন। গত বছর ২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তিনি এ সহায়তা ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট’ করে এর আওতায় তা দেওয়ার নির্দেশনা দেন। সোমবার (১০ আগস্ট) সে নির্দেশনা মোতাবেক মন্ত্রীপরিষদের বৈঠকে ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০’ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

খসড়া আইনের অনুমোদনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক সমিতি। সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আমার জানামতে ২৫ কিংবা ৩৫ কোটি টাকার একটা ফান্ড আমরা পাবো। যদিও আমাদের দাবি ছিলো ৫০ কোটি টাকা। এ টাকা ব্যাংকে এফডিআর করা থাকবে। যা থেকে শিল্পীদের মধ্যে যারা কাজ করতে অক্ষম, অসমর্থ ও অস্বচ্ছল তারা আর্থিক সহায়তা পাবেন। এমনকি কোনো চলচ্চিত্র শিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে প্রয়োজনী সহায়তা দেওয়া হবে।’

খসরু বলেন, ‘এখানে শিল্পী বলতে শুধু অভিনয় শিল্পী চলচ্চিত্রের সকলকেই বুঝাবে। সবাই এর থেকে সহায়তা পাবেন।’

‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান হবেন তথ্যমন্ত্রী। এর সদস্য হবেন মোট ১৩ জন।

এদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, ‘ট্রাস্টের এমডি হবেন নির্বাহী প্রধান। তারা তাদের নিজস্ব ফান্ড ও সরকারের দেওয়া ফান্ড নিয়ে ট্রাস্ট পরিচালনা করবেন।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে ঋণ বা গ্র্যান্টও গ্রহণ করতে পরবে। সেক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হবে যাতে এমন কোনো লোন না গ্রহণ করে পরবর্তী সময়ে এটা রাষ্ট্রের উপর চেপে না বসে।’

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর