এ বছর আর না, আগামী বছরে ‘গোল্লা’
১৬ আগস্ট ২০২০ ১৫:৪৪
গেলো ডিসেম্বরে টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ ঘোষণা দিয়েছিলেন প্রথম ছবি ‘গোল্লা’র। কথা ছিল মার্চ মাসে এর শুটিং শুরু করবেন। কিন্তু করোনার কারণে আর শুটিং করতে পারেননি। বর্তমানে করোনা পুরোপুরি নির্মুল না হলেও সিনেমার শুটিং শুরু হয়েছে। এ অবস্থায় কী করবেন নিপুণ।
রবিবার দুপুরে নিপুণ সারাবাংলাকে বলেন, ‘এ বছর তো অলরেডি শেষ। আগামী বছরের আগে আর কিছু হবে না। কারণ এখন চাইলেই আমি বাস্তব লোকেশনে শুটিং করতে পারবো না। একটা ইউনিটে অনেক লোক থাকে। তাদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে। সব মিলিয়ে এ বছর আর শুটিং করা সম্ভব না।’
তিনি আরও বলেন, ‘আমরা একটা প্রি-প্রডাকশনের অনেক কাজই গুছিয়ে এনেছিলাম। এখন আবার সব কিছু নতুন করে করতে হবে। তবে ছবিটা আমি করবো।’
টিভি নাটকে অনেকবার সামাজিক দেওয়াল ভাঙ্গার চেষ্টা করেছেন আশফাক নিপুণ। চেনা পথে না হেঁটে উল্টো পথে গিয়ে নির্মাণ করেছেন—মিস শিউলি, দ্বন্দ সমাস, এই শহরে, ফেরার পথ নেই, সোনালী ডানার চিল, ল্যান্ডফোনের দিনগুলিতে প্রেম, আগুন্তক, টি স্টল, সাহেব মেমসাহেব, মুকিম ব্রাদার্স। এবারের ঈদেও তার নির্মিত ‘ইতি মা’ ও ‘ভিকটিম’ বেশ সাড়া ফেলেছে।
প্রথম ছবিতে বেছে নিয়েছেন পলিটিক্যাল থ্রিলার গল্প। কাহিনি ও চিত্রনাট্য দুটোই নিপুণ নিজে লিখছেন। নাটকে তো সেন্সর বোর্ড ছিলো না, যার কারণে অনেক কিছুই বাধাহীনভাবে দেখানো গেছে। কিন্তু চলচ্চিত্রে সেন্সর বোর্ড রয়েছে। সেক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ মাথায় রেখে কি চিত্রনাট্য লিখতে হচ্ছে না?
‘পৃথিবীতে কোন শিল্পই সর্বশ্রেণীকে খুশি করতে পারেনি। পারতাম যদি ফর্মুলা ছবি বানাতাম। তাহলে হয়তো কোনো চিন্তাই থাকতো না। আর যে কোন কাজ করতে গেলে তো চ্যালেঞ্জ থাকবেই’—বললেন নিপুণ।
চ্যালেঞ্জের বিষয়ে তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জ আছে বলেই আমি কাজটা করছি। আসলে চ্যালেঞ্জ না থাকলে এটা নিয়ে সিনেমাই বানাতাম না। তাছাড়া দুনিয়া জুড়ে নির্মাতাদের কাজই হচ্ছে বাঁধার দেয়ালকে নাড়া দেওয়া।’
ছবির মূল অভিনয় শিল্পীদের নাম ইতোমধ্যে চিন্তা করে রেখেছেন নির্মাতা। তাদের দু-একজনের সাথেও কথা বলেছেন। তবে কারও নাম এখনই বলতে চান না নিপুণ। এ ক্ষেত্রে তার যুক্তি, ‘আমাদের দেশে ঘোষণা হয় অনেক, কাজ হয় কয়টা?’