Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদ পড়লেন ‘যীশু’! জি-বাংলা সারেগামাপা’র সঞ্চালনায় ‘আবির’


১৮ আগস্ট ২০২০ ২১:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যীশু সেনগুপ্তর বদলে এবার জি-বাংলার রিয়ালিটি শো ‘সারেগামাপা’র সঞ্চালকের দায়িত্ব সামলাবেন আবির চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানালেন আবির নিজেই।

দীর্ঘদিন যাবত ‘সারেগামাপা’র মঞ্চ মাতিয়ে রেখেছিলেন যীশু সেনগুপ্ত। কখনও প্রতিযোগীদের সঙ্গে মিলে মঞ্চ পরিষ্কার করতেন, কখনও শুটিংয়ের অবসরে বিচারক শান্তনু মৈত্রর সঙ্গে বল নিয়ে ক্রিকেট খেলতেন, আবার মঞ্চে আনমনে পছন্দের ড্রাম নিয়ে বসে পড়তেন। এই সমস্ত দৃশ্য এখন অতীত! যীশু সেনগুপ্তর পরিবর্তে এবার ‘সারেগামাপা’র মঞ্চ মাতাতে আসছে আবির চট্টোপাধ্যায়। টেলিভিশনে এটাই তার প্রথম নন-ফিকশন শো। জানা গেছে, প্রোমো শুটিং শেষ। আগামী মাস থেকে শুট শুরু করতে যাচ্ছে নির্মাতারা।

বিজ্ঞাপন

নির্মাতাদের পক্ষ থেকে কিছু বলা না হলেও শোনা যাচ্ছে, গত সিজনেও জি বাংলার জন্য ‘সারেগামাপা’র সঞ্চালনা করেছিলেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার পরপরই স্টার জলসার গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার’র সঞ্চালনা করেন যীশু। সেই কারণেই ‘সারেগামাপা’র নতুন সিজনে সঞ্চালক হিসেবে আবিরের আগমন। যদিও দর্শক মহলে একটাই প্রশ্ন- আবির কি পারবে যীশুর মত মঞ্চ মাতিয়ে রাখতে?

আবির চট্টোপাধ্যায় জি বাংলা যীশু সেনগুপ্ত সারেগামাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর