Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা রাখলেন ভাইজান, নির্মাণ করে দিচ্ছেন ৭০টি বাড়ি!


৩১ আগস্ট ২০২০ ১৭:২৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২০ ১৮:০৮

ভারতের মহারাষ্ট্রের বন্যা কবলিত খিদরাপুর গ্রামের ৭০টি পরিবারের ক্ষতিগ্রস্ত ঘর গুলি নতুন করে তৈরি করে দেবেন বলে কথা দিয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। সে কথা রাখলেন তিনি। তার সাহায্যে শুরু হয়ে গেল ক্ষতিগ্রস্থ ঘর গুলিকে নতুন ভাবে তৈরির কাজ।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যেই পড়ে খিদরাপুর গ্রাম। একে করোনা সংকট, তার উপর বন্যা পরিস্থিতিতে দিশেহারা এই এলাকার মানুষ। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় গ্রামের ৭০টি বাড়ি। এমন অবস্থায় বিধ্বস্ত এলাকার মানুষদের সহায় হলেন বলিউডের ভাইজান।

বিজ্ঞাপন

সলমন খানের ‘বিইং হিউম্যান’ সংস্থার সাহায্যেই গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িগুলির পুনর্নির্মাণের কাজ শুরু করেছে মহারাষ্ট্র সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাটিল একথা জানিয়েছেন। বাড়ি নির্মাণ কাজের ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি ধন্যবাদ জানিয়েছেন সালমান খানকে।

উল্লেখ্য, ২০১৯ সালে মহারাষ্ট্রের এই খিদরাপুর গ্রামকে দত্তক নিয়েছিলেন সলমন। সেই থেকেই গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত তার ‘বিইং হিউম্যান’ সংস্থা। করোনা পরিস্থিতিতেও গ্রামে মাস্ক, স্যানিটাইজারের মতো সরঞ্জাম পাঠানো হয়েছে সলমনের সংস্থার পক্ষ থেকে। পাঠানো হয়েছিল বন্যা ত্রাণের সামগ্রী। এবার দত্তক নেওয়া গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সংস্কারের উদ্যোগে যোগ দিলেন বলিউডের মহাতারকা সালমান খান।

জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যেই কাজে ফিরছেন সালমান খান। ইতিমধ্যেই ‘বিগ বস ১৪’র কাজ শুরু করে দিয়েছেন। আবার প্রভু দেবার পরিচালনায় ‘রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’র শুটিং ও খুব শিগিগিরিই শুরু করতে চলেছেন তিনি। এর পরপরই শুরু করবেন ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার সিরিজের তৃতীয় ছবির কাজ। এদিকে জ্যাকুলিন ফার্নান্ডেজের সঙ্গেও ‘কিক ২’ ছবিতে জুটি বাঁধতে চলেছেন সালমান খান।

বিজ্ঞাপন

বিইং হিউম্যান সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর