Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গনা’র মুম্বাই অফিস দখল! ভেঙে ফেলার হুমকি পৌরসভার


৭ সেপ্টেম্বর ২০২০ ২০:৪২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ২১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মুম্বাইয়ের অফিস দখল করে নিয়েছে বৃহন্মুম্বাই পৌরসভা। শুধু দখল নয়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তা ভেঙ্গে গুঁড়িয়ে ফেলবে বলে অভিযোগ করলেন কঙ্গনা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে কঙ্গনা রানাওয়াত জানিয়েছেন, কোনও নোটিশ ছাড়াই সোমবার আচমকা বৃহন্মুম্বাই পৌরসভার কর্মকর্তারা তার অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে মাপঝোঁক করার পাশাপাশি তার অফিসের কর্মীদের হেনস্থাও করা হয় বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

কঙ্গনা একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘এটা মুম্বাইয়ে মণিকর্ণিকা ফিল্মসের অফিস। যার জন্য ১৫ বছর ধরে আমি কঠোর পরিশ্রম করছি। আমার জীবনের একটাই স্বপ্ন ছিল, আমি যখন চিত্রনির্মাতা হব, তখন আমার নিজের একটা অফিস থাকবে। কিন্তু মনে হচ্ছে, আমার সেই স্বপ্ন ভাঙার সময় হয়ে এসেছে।’

বিজ্ঞাপন

কঙ্গনা লিখেছেন ‘আজ হঠাত্‍‌ বৃহন্মুম্বাই পৌরসভার কিছু লোক সেখানে যায়। তারা জোর করে সেখানে জবরদখল নিয়ে গোটা অফিস মাপঝোঁক করে। প্রতিবেশীদের হেনস্থা করে। প্রতিবেশীরা এই কথা অন্যদের জানাতে গেলে, তাদের বলা হয়, ওই যে ম্যাডাম আছেন, তার কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে। আমাকে জানানো হল যে, কাল ওরা আমার সম্পত্তি ধ্বংস করে দেবে।’

বৃহন্মুম্বাই পৌরসভার কর্মকর্তারা কোনও নোটিশ ছাড়াই তার অফিসে ঢুকেছে বলে অভিযোগ করে কঙ্গনা লিখেছেন, ‘আমার কাছে সব কাগজপত্র রয়েছে। আমার সম্পত্তিতে বেআইনিভাবে কিছু করা হয়নি। বৃহন্মুম্বাই পৌরসভার উচিত ছিল বেআইনি কিছু থাকলে, তা নোটিশ দিয়ে সঠিকভাবে জানানো। ওরা আজ আমার জায়গায় হানা দিয়েছে এবং আমাকে না-জানিয়েই কাল ওরা আমার গোটা সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দেবে।’

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের বিভিন্ন দিক নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি সম্প্রতি মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধেও মন্তব্য করে বসলেন কঙ্গনা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা মন্তব্য করেছিলেন মুম্বাই পুলিশের থেকে তিনি নিরাপত্তা চান না। অন্য আরেকটি পোস্টে লিখলেন, ‘মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের মতো মনে হচ্ছে?’

তার এসব মন্তব্যের জেরে শুক্রবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ক্ষোভের সাথে জানিয়ে দিয়েছেন যে, ‘কঙ্গনার কোনও অধিকার নেই মুম্বাইতে থাকার। ও যা মন্তব্য করেছে, তার ভিত্তিতে ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া যেতে পারে’। আর অনিল দেশমুখের এই মন্তব্যের পরই রণংদেহী কঙ্গনা ময়দানে নেমে হুংকার ছাড়েন যে, ‘মহারাষ্ট্র কারও বাবার নয়, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক!’

মহারাস্ট্রের রাজনৈতিক দল শিবসেনার প্রতি ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা বললেন, ‘দেখছি অনেকেই আমাকে মুম্বাই না আসার জন্য হুমকি দিচ্ছেন। এই হুমকি শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি সামনের সপ্তাহেই আসব মুম্বাইতে। সেপ্টেম্বরের ৯ তারিখ আসছি। ফ্লাইট কখন ল্যান্ড করবে জানিয়ে দেব। কারও বাবার ক্ষমতা হলে আমাকে আটকে দেখাক!’

কঙ্গনা রানাওয়াত বৃহন্মুম্বাই পৌরসভা সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর