Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্মানিত ‘পরেশ রাওয়াল’, নিযুক্ত হলেন এনএসডি’র প্রধান পদে


১০ সেপ্টেম্বর ২০২০ ২২:১৪

ভারতের স্বনামধন্য এবং সবচেয়ে সম্মানীয় সিনেমার কলাকৌশল ট্রেনিংয়ের পীঠস্থান ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি)’র প্রধান পদে নিযুক্ত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হয়েছে।

প্রবীণ এই বলিউড অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল লিখেছেন, ‘রাষ্ট্রপতিভবনের সিদ্ধান্তে ন্যাশনাল স্কুল অফ ড্রামার অধ্যক্ষ পদে নিযুক্ত হলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা পরেশ রাওয়াল।’

বিজ্ঞাপন

ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) হল ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি নাট্যতত্ত্ব প্রশিক্ষণের প্রতিষ্ঠান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ১৯৫৯ সালে সংগীত নাটক একাডেমি কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৫ সালে স্বাধীন বিদ্যালয় হিসেবে এটি কার্যক্রম শুরু করে।

এনএসডি’র চেয়ারপার্সন নিযুক্ত হয়ে যারপরনাই উচ্ছ্বসিত পরেশ রাওয়াল নিজেও, তবে উচ্ছ্বাসের মাঝেও এই দায়িত্ব সামলানো ঠিক ততটাই কঠিন বলে মনে করছেন তিনি। বললেন, ‘এই দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং তবে একই সঙ্গে খুবই আনন্দের।’

এদিকে নতুন এই দায়িত্ব পাওয়ায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতাকে।

এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) পরেশ রাওয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর