Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র উৎসবে বিচারক বিপাশা


২৬ নভেম্বর ২০১৭ ০৬:৫৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০৭:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনোদন প্রতিবেদক

১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নারী চলচ্চিত্র নির্মাতা’ বিভাগে বিচারক হচ্ছেন নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব। উৎসবে বিপাশা হায়াতের পাশাপাশি বাংলাদেশ থেকে বিচারক থাকবেন মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ ও নুরুল আলম আতিক।

এ প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, ‘উৎসবে বিচারক হিসেবে যোগ দেয়াটা আনন্দের। আশা করছি বেশ ভালো সময় কাটবে আশা করছি। এছাড়া মোরশেদুল ইসলামের মতো নামী পরিচালকের সঙ্গে কাজ করাটাও বেশ সম্মানের।’

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে ঢাকার পাঁচটি মিলনায়তনে বিশ্বের ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে বিচারক হিসেবে আরও থাকছেন নরওয়ের এজ হফার্ট, যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, ইতালির অ্যানা কোচিয়ারেলা, আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ফিনল্যান্ডের মেরজা রিতোলা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর