Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বাধিক পারিশ্রমিকে রাধে মা


২ অক্টোবর ২০২০ ১৬:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার কারণে আটকে ছিল বিগ বসের ১৪তম সিজন। তবে শুটিং শুরু হয়েছে সম্প্রতি। প্রতিবারের মতে এবারও শোটিতে বলিউডের তারকাদের পাশাপাশি বিভিন্ন আলোচিত ব্যক্তিরা অংশ নিবেন। সে তালিকায় রয়েছেন স্ব-ঘোষিত গুরু রাধে মা। তিনি শুধু অংশ নিচ্ছেন না, সর্বাধিক পারিশ্রমিক নিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিগ বস-১৪ তে অংশ নেওয়ার জন্য রাধে মা নিচ্ছেন ২৫ লক্ষ টাকা। এ টাকা তিনি পাবেন প্রতি সপ্তাহে।  এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী উপস্থাপক হিসেবে সালমান খান সর্বাধিক পারিশ্রমিক নিচ্ছেন পুরো শোতে। আর প্রতিযোগী হিসেবে রাধে মা সবার চেয়ে এগিয়ে।

জনপ্রিয় রিয়্যালিটি শোটির এবারের আসরের শুটিং হবে মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে। ওখানে প্রতি সপ্তাহে সালমান খান শুটিংয়ে অংশ নিবেন। তিনি এবার আসরে পারিশ্রমিক নিচ্ছেন ৪৮০ কোটি টাকা।

বিজ্ঞাপন

লকডাউনের প্রথম কয়েক মাস সালমান খান তার ফার্ম হাউজে ছিলেন। বিগ বসের শুটিংয়ের জন্য তিনি প্রথম বাড়ির বাইরে বের হয়েছিলেন।

বিগ বস রাধে মা সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর