Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপালি চরিত্রে জ্যোতি


২ অক্টোবর ২০২০ ২০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার শুটিং। ছবিটিতে জ্যোতিকা জ্যোতি দীপালি চরিত্রে অভিনয় করছেন। শনিবার (৩ অক্টোবর) থেকে তিনি শুটিংয়ে অংশ নিবেন।

জ্যোতি সারাবাংলাকে বলেন, অনেক দিন পর ছবির শুটিং শুরু করলাম। ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এতে অনেক তারকা শিল্পী অভিনয় করছেন। এর মধ্যে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন দীপক সুমন।

ময়মনসিংহের গৌরিপুরে ছবিটির শুটিং হবে। এটি আবার জ্যোতির জন্মস্থান। এ নিয়ে জ্যোতি বলেন, ‘নিজের উপজেলায় প্রথমবারের মত শুটিং করছি। একধরনের আলাদা উত্তেজনা কাজ করছে।’

বিজ্ঞাপন

ছবিতে জ্যোতি ও দীপক ছাড়াও রয়েছেন আশনা হাবিব ভাবনা। ভাবনা ছবিতে পদ্ম চরিত্রে রয়েছেন।

সরকারি অনুদানে নির্মিত হতে যাওয়া ‘লাল মোরগের ঝুঁটি’র ২০১৬ সালের দিকে কিছু অংশের শুটিং হয়েছিল। তখন তাতে জ্যোতিও অংশ নেন। মাঝে বাজেট সংকটে পড়েন পরিচালক। তাতে করে অনেকদিন এর শুটিং বন্ধ থাকে।

জ্যোতিকা জ্যোতি লাল মোরগের ঝুঁটি

বিজ্ঞাপন

যখন গিটার বাজে, হৃদয়ও কাঁপে
১৩ জুলাই ২০২৫ ১৩:৪৫

আরো

সম্পর্কিত খবর