গাজী মাজহারের গান সুর করলেন এসআই শহীদ
২৪ অক্টোবর ২০২০ ১৭:১১
বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায় ‘হ্যালো’ শিরোনামের একটি গানে সুর করলেন এই প্রজন্মের গীতিকার ও সুরকার এস.আই.শহীদ। অমিত চ্যাটার্জির সংগীতায়োজনে গানটি গেয়েছেন নবাগত গায়িকা আতিকা রহমান মম।
বাজনা বিডির প্রযোজনায় ইতোমধ্যে গানটির কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভিডিও ধারণের প্রস্তুতি।
গানটি সম্পর্কে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘তরুণ প্রজন্মের অনেকেই ভালো লিখছে, সুর করছে। এস.আই.শহীদকে আমার কাছে বেশ নিবেদিত মনে হলো। হ্যালো গানটিতে তার সুর আমাকে মুগ্ধ করেছে। শহীদের জন্য অনেক-অনেক শুভকামনা।’
গাজী মাজহারুল আনোয়ারের মতো একজন জীবন্ত কিংবদন্তীর সঙ্গে কাজ করতে পেরে দারুন উচ্ছ্বসিত এস.আই. শহীদ। তিনি বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার আমাদের বাংলা গানের বটবৃক্ষ। উনার মতো বটবৃক্ষের কথায় সুর করতে পারার সুযোগ পাওয়া, আমার কাছে সেই বটবৃক্ষের সুশীতল ছায়া পাওয়ার মতোই সৌভাগ্যের।’