চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র
২৫ অক্টোবর ২০২০ ১৫:১৬
১৯ দিন ধরে হাসপাতালে ভর্তি সত্যজিৎ রায়ের নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা নিয়ে ভর্তি হওয়ার পর কদিন আগে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। স্বস্থির নিঃশ্বাস ফেলেছিল ‘ফেলুদা’ ভক্তরা। কিন্তু আবার দুশ্চিন্তার খবর—চিকিৎসায় কোন সাড়া দিচ্ছেন না সৌমিত্র। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
গত ৭২ ঘণ্টায় তার কোন জ্ঞান ফেরেনি। যার কারণে চিকিৎসারাও অপেক্ষায় রয়েছেন। সৌমিত্রের চিকিৎসকদের একজন ভারতীয় গণমাধ্যম এই সময়কে জানিয়েছেন, বিভিন্ন টেস্টের রিপোর্ট হাতে এসেছে। সেই রিপোর্টে স্পষ্ট তার কোভিড এনসেফালোপ্যাথি ক্রমশ বাড়ছে। ইমিউনোগ্লোবিন ও সটেরয়েড দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও কাজের কাজ কিছু হয়নি বলে জানা গিয়েছে। তিনি এও বলেছেন স্টেরয়েড ও অন্যান্য প্রচেষ্টাতেও চিকিত্সায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়।
ফুসফুস ও রক্তচাপ এখনও অবধি ভালোভাবে কাজ করছে। কিন্তু তার বয়স ও কোমর্বিডিটি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। ধীরে ধীরে প্লেটলেটের সংখ্যা কমছে। কিন্তু কী কারণে তা নিচের দিকে নেমে যাচ্ছে তা বোঝার চেষ্টা করছেন চিকিত্সকরা।
মেডিকেল বোর্ডের প্রধান ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম কর জানান, করোনার সম্প্রসারিত প্রভাব বাদ দিলে এনসেফালোপ্যাথির অন্য কোনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সংক্রমণ কিংবা গঠনগত কোনও বিচ্যুতি এমআরআই-তে ধরা পড়েনি।