Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সজল-মীমের ‘স্টেশন মাস্টার’


২ নভেম্বর ২০২০ ১৬:২০ | আপডেট: ২ নভেম্বর ২০২০ ১৮:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের নাট্যজগতে বেশ সফল একটি জুটি সজল-মীম। তাদের অভিনীত অধিকাংশ নাটকই দর্শকনন্দিত হয়েছে। জনপ্রিয় এই জুটিকে আবার একসাথে দেখা যাবে ‘স্টেশন মাস্টার’ নাটকে। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তন্ময় তানসেন।

একক নাটক ‘স্টেশন মাস্টার’ নাটকটির গল্পে দেখা যায়, সীমান্ত একজন নিঃসঙ্গ ও কর্মহীন মানুষ। বোন-দুলাভাইয়ের কাছে থাকে সে। আর সারাদিন একটি ট্রেন স্টেশনে বসে থেকে মানুষকে গভীরভাবে পর্যবেক্ষন করে। প্রায় প্রতিদিনই ঘটে নানা ঘটনা। তার ধারণা মানুষের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকলে তাদের দোষ খুঁজে বের করা যায়। সীমান্ত’র এই অবস্থা দেখে বিচলিত হয়ে মানসিক ডাক্তারের শরণাপন্ন হন বোন-দুলাভাই। ডাক্তার সব দেখে-শুনে সীমান্তকে ভালো করে তোলার দায়িত্ব অর্পণ করেন তরুণী চিকিৎসক শান্তা’র উপর।

বিজ্ঞাপন

নির্মাতা সুত্রে জানা গেছে ‘স্টেশন মাস্টার’ নাটকটি প্রচারিত হবে সোমবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর