করোনায় অপূর্বের ফুসফুস আক্রান্ত
৫ নভেম্বর ২০২০ ১৬:৫১
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনাভাইরাসের আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিভিন্ন পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন করোনায় তার ফুসফুসও আক্রান্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
আরিয়ান হাসপাতালের ডাক্তারের বরাত দিয়ে জানান, করোনার কারণে অপূর্বের ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু খারাপ।
তিনি আরও জানান, অপূর্বের জন্য প্লাজমা লাগবে।
টানা তিন দিন কাঁপুনিসহ জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে অপূর্বর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ।
পরিচালক শিহাব শাহীন জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে অপূর্বর কয়েকটি টেস্ট করা হয়। ব্লাড টেস্টের রেজাল্ট ভালো আসেনি। এ ছাড়া আর কোনো সমস্যা ধরা পড়েনি। কোনো খাবার খেতে পারছিলেন না। খেলে বমি হয়ে যাচ্ছিল। শারীরিকভাবে তিনি খুবই দুর্বল ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে অপূর্ব শিহাব শাহীনের নির্মিতব্য একটি ওয়েবভিত্তিক সিনেমায় এক দিনের শুটিং করেছিলেন।