Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমতিয়াজের কথায় ফকির আলমগীরের ‘মানুষ’


৬ নভেম্বর ২০২০ ১৫:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর গাইলেন ‘মানুষ তোমরা নও’ শিরোনামের নতুন একটি প্রতিবাদী গান। গানটির কথা লিখেছেন তরুণ গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান। সুর করেছেন হাবিব মোস্তফা। সঙ্গীত পরিচালনা করেছেন অণু মোস্তাফিজ।

গানটি সম্পর্কে ফকির আলমগীর বলেন, গানটির বাণী পড়ে ও সুর শুনে একবাক্যে গানটি গাওয়ার জন্য রাজী হয়ে যাই। মনে হয়েছে, গানটি যেন আমার জন্যই তৈরী হয়েছে। সারা পৃথিবীতে মানুষে মানুষে হানাহানি হিংসা বিদ্বেষ দাঙ্গা ঠিক সেই মুহুর্তে এই প্রতিবাদী গানটি গাইলাম।

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি মানুষে মানুষে বিভেদের বিরুদ্ধে কথা বলতে পারি, তাহলেই মানুষের অধিকার প্রতিষ্টা পাবে। সমাজে মুখোশে ঢাকা মানুষগুলোর মুখোশ টেনে ছিড়তে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা শ্রোতারা গ্রহন করলে অনুপ্রাণিত হব।

বিজ্ঞাপন

ঈগল মিউজিক’র ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

ফকির আলমগীর মানুষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর