Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের মাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুটির দিনে’


৯ নভেম্বর ২০২০ ১৫:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের মাসকে সামনে রেখে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুটির দিনে’। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরা ও গণপিটুনি রোধে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আপন অপু।

স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন শিশুশিল্পী দিশা, তাসিন, তাজিম ও মারজান। মুক্তিযোদ্ধা চরিত্রে এবিএম সোহেল রশিদ ও মায়ের চরিত্রে মির্জা রোজী। বিজয়ের মাসের শুরুতেই চলচ্চিত্রটি টিন ও ইয়ুথ প্ল্যাটফর্ম ‘পরিচয়’ এ প্রকাশ করা হবে।

সম্প্রতি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, কার্জন হল, জাতীয় শহীদ মিনার, ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়িতে এর দৃশ্য ধারণ করা হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন রাশেদুল কবির রানা।

বিজ্ঞাপন

নির্মাতা আপন অপু বলেন, এই শর্টফিল্মটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। পাবলিক  প্লেসে দৃশ্যধারণ করা খুব একটা সহজ ছিল না। অনেক বেগ পেতে হয়েছে। তবে শিল্পীরা যথেষ্ঠ ভালো অভিনয় করেছে। আশাকরছি এটি দর্শকরা এটি গ্রহণ করবে।

এবিএম সোহেল রশিদ বলেন, গল্পটি আমার অসম্ভব ভালো লেগেছে। শিশুশিল্পীরাও অনেক ভালো অভিনয় করেছে। আপন অপু তরুণ নির্মাতা হিসেবে ভালো করার চেষ্টা করেছে। আশাকরছি আমাদেও সকলের প্রচেষ্টার এই শর্টফিল্মটি দর্শকদের ভালো লাগবে।

ছুটির দিনে স্বল্পদৈর্ঘ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর