Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমায়ূন আহমেদের জন্মদিনে দুরন্ততে শাওনের ‘বোতল ভূত’


১১ নভেম্বর ২০২০ ১৬:২৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৬:২৭

আগামী ১৩ নভেম্বর খ্যাতনামা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। হিমু, মিসির আলি, শুভ্র, রুপাসহ অনবদ্য সব চরিত্রের জনক এই জনপ্রিয় লেখকের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুরন্ত টিভিতে সম্প্রচার করা হবে বিশেষ টেলিছবি ‘বোতল ভূত’। হুমায়ূন আহমেদ রচিত ছোটগল্প ‘বোতল ভূত’ অবলম্বনে নির্মিত এই টেলিছবিটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

হুমায়ুন নামের এক দুষ্টু ছেলে এই টেলিছবিটির কেন্দ্রবিন্দু। হুমায়ুন ছাত্র হিসাবে ভালো নয়। ওদের ক্লাশে যে ছেলেটা একদম কথা বলে না, সে হল মুনির। ও আবার খুব ভালো ছাত্র। মুনির হুমায়ুনকে একদিন জিজ্ঞেস করে, ভূত পুষবে নাকি? একদিন অবিকল রবীন্দ্রনাথের মতো দেখতে এক লোক বোতলে ভরে একটা ভূত উপহার দিল হুমায়ুনকে। এই ভূত আর হুমায়ুনকে নিয়েই ‘বোতল ভূত’-এর গল্প।

‘বোতল ভূত’ টেলিছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহ্নাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মোঃ ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী এবং তাহজীব।

টেলিছবিটি প্রচারিত হবে ১৩ নভেম্বর (শুক্রবার) দুপুর ৩ টায় দুরন্ত টিভিতে।

আজাদ আবুল কালাম আব্দুল্লাহ রানা ঝুনা চৌধুরী দুরন্ত টিভি বোতল ভূত মামুনুর রশীদ মেহের আফরোজ শাওন হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী