Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইফ সাপোর্টে আজিজুল হাকিম


১৩ নভেম্বর ২০২০ ১৩:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ এবং নাট্যাঙ্গনের একাধিক ব্যক্তি।

জানা গেছে, গত ১০ নভেম্বর আজিজুল হাকিম, তার স্ত্রী জিনাত হাকিম এবং তাদের ছেলে মুহাইমিন রেদোয়ানের করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। তখন থেকে তারা বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার (১২ নভেম্বর) আজিজুল হাকিমের অবস্থার খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি। রাত ১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়।

বিজ্ঞাপন

মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত পেয়েছেন।

১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলেমেয়ে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান। বছর দুয়েক আগে মেয়ে নাযাহ’র বিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর