সিনেমায় মঞ্চনাটক, প্রসেনজিতের অভিনব প্রয়াস
১৪ নভেম্বর ২০২০ ১৭:২৭
ভারতের জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসা বা জলসা মুভিজের নিজস্ব ব্যানারের ছবি এর আগে দেখা যায়নি। এবার সেই অভাব পূরণ করতে চলেছে ‘জলসা মুভিজ অরিজিনালস’। বাংলার কিছু জনপ্রিয় এবং মঞ্চসফল নাটককে টেলিভাইস করা হবে। মানে সিনেমার আকারে সেগুলি টেলিভিশনের পর্দায় তুলে ধরা হচ্ছে। আর এই ছবিগুলি প্রযোজনা করছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এনআইডিয়াজ’ থেকে নির্মিত এই ছবিগুলির তালিকায় প্রথমেই রয়েছে বিধায়ক ভট্টাচার্যর লেখা ‘অ্যান্টনি কবিয়াল’। ১৫ নভেম্বর দেখা যাবে ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং ছবিতে অ্যান্টনির ভূমিকায় অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনা করেছে ‘দোহার’। এছাড়াও সাহেব চট্টোপাধ্যায় কিছু গানে সুরারোপ করেছেন। নিজেদের গলায় গান গেয়েছেন সাহেব চট্টোপাধ্যায় এবং খরাজ মুখোপাধ্যায়।
নিজের প্রযোজনা সংস্থার এই উদ্যোগ নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, “স্টার জলসার সঙ্গে একটি কাজ আমি করেছিলাম- ‘গানের ওপারে’। এ নিয়ে এখনও রোজ সোশ্যাল মিডিয়ায় কথা হয়। জলসা মুভিজ অরিজিনালস-এর কনসেপ্টও ততটাই অভিনব। হারিয়ে যাওয়া পেশাদার থিয়েটারের ঐতিহ্যের কিছুটা আভাস এই প্রজন্ম পাবে এর মধ্য দিয়ে।”
জানা গেছে, ‘অ্যান্টনি কবিয়াল’ পর একে একে দেখা যাবে ‘ব্যাপিকা বিদায়’, ‘জয় মা কালী বোর্ডিং’, ‘শ্রীমতী ভয়ংকরী’। আর এই চারটি ছবিরই পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
অ্যান্টনি কবিয়াল এনআইডিয়াজ জলসা মুভিজ জলসা মুভিজ অরিজিনালস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টার জলসা