Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের শারীরিক অবস্থা জানাতে গিয়ে কাঁদলেন বাহুবলী’র খলনায়ক


২৫ নভেম্বর ২০২০ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাত্র কয়েকদিন আগেই বিয়ে করেছেন ‘বাহুবলী’ সিনেমার খলনায়ক ‘বল্লালদেব’-খ্যাত রাণা দাগগুবতী। কিন্তু এই শক্তিমান অভিনেতাই কেঁদে ফেললেন সবার সামনে। নিজের কথা বলতে গিয়ে প্রকাশ্যেই ভেঙে পড়লেন তিনি।

সম্প্রতি সামান্থা আক্কিনেনির টক শো-তে নিজের জীবনের এক এমন অভিজ্ঞতা তুলে ধরলেন যে তার দুচোখ বেয়ে নেমে এলো জল। গতবছর রাণার শারীরিক অবস্থা খুব খারাপ হয়। ছবি দেখে বেশ চিন্তিত হন ভক্তরা। কিন্তু সেই সময় রাণা কিছুই জানাননি তার ভক্তদের।

রাণা বললেন, গত বছর এমন অবস্থা তৈরি হয়েছিল, যখন তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারে কমে যায়। হার্ট থেকে শুরু করে কিডনি, সবকিছুই ক্রমশ খারাপ হতে শুরু করে তার। যেখানে ৭০ শতাংশ হেমারেজের সম্ভাবনা ছিল। ৩০ শতাংশ ছিল মৃত্যুর সম্ভাবনা। ওই সময় চিকিৎসকদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ঠিক হয়ে যান তিনি। যা বলতে গিয়ে চোখে জল এসে পড়ে রাণার। তবে চিকিৎসার মাধ্যমে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তিনি।

বিজ্ঞাপন

বাহুবলী রাণা দাগগুবতী সামান্থা আক্কিনেনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর