জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজীয় নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ তার পরবর্তী ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন জাকিয়া বারী মম ও পরীমনি।
তৌকির আহমেদ ছবিটি নিয়ে জানান, ছবির নাম ও অন্যান্য দিক খুব শিগগিরই ঘোষণা করা হবে। তবে তিনি জানান, এর আগে কবি জীবনানন্দ দাশকে নিয়ে যে ছবিটি বানানোর ঘোষণা দিয়েছিলেন এ ছবিটি সে ছবি নয়। এর গল্প সম্পূর্ণ ভিন্ন।
জাকিয়া বারী মম তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে এর আগে অভিনয় করেছিলেন। আর পরীমনির তৌকিরের সঙ্গে প্রথম কাজ।
তৌকির আহমেদ পরিচালিত সবশেষ ছবি ‘ফাগুন হাওয়ায়’ ২০১৯-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্রসহ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বাকি পুরস্কারগুলো হচ্ছে— পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা ফজলুর রহমান বাবু ও শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় খন্দকার সাজিয়া আফরিন।