Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অষ্টম বর্ষে পদার্পন করলো গানবাংলা


১৬ ডিসেম্বর ২০২০ ১১:৪৪

প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে অষ্টম বর্ষে পা ফেলতে যাচ্ছে দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলা। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করে চ্যানেলটি।

প্রতিষ্ঠার সাত বছরে ইতিমধ্যেই দেশের সংগীতাঙ্গনের শিল্পী কলাকুশলীদের একটি সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে গানবাংলা ইতিবাচক ভূমিকা পালন করেছে।

গানবাংলা প্রতিষ্ঠার সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বর্ষ পদার্পনের এমন ক্ষণে প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘মহান বিজয়ের এই দিনে গানবাংলা বছর ঘুরে নতুন শপথে নতুন যাত্রার দিকে এগিয়ে যায়। দেশের সংগীতশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সংকল্পবদ্ধ গানবাংলা ইতিমধ্যেই হয়ে উঠেছে বাংলা গানের মুখপত্র। আমাদের সফলতার পেছনে আছে দেশের সংগীতাঙ্গনের প্রতিটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ও ভালোবাসা। শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা শিল্পীদের আস্থা ও পূর্ণ সমর্থন গানবাংলা আশীর্বাদ হয়ে আছে সবসময়। গানবাংলার দর্শকরাই গানবাংলার প্রাণ। সকলকে আমাদের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন ফারজানা মুন্নী বলেন, ‘আমরা বিশ্বাস করি মহামারি পরবর্তী পৃথিবীতে অন্ধকার দূর করতে সংগীত হবে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। মানুষের মাঝে একতা ও শান্তি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে সুর।’

অষ্টম বর্ষ গানবাংলা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর