Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেই হাসপাতালে ভর্তি অভিনেতা আব্দুল কাদের


২১ ডিসেম্বর ২০২০ ১১:২৪

সংকটাপন্ন অবস্থাতেই ভারত থেকে দেশে ফিরেছেন ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে দেশে ফেরার পর আব্দুল কাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের সদস্যরা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ভারতের চেন্নাইয়ে চিকিৎসা চলছিল আব্দুল কাদেরের। সেখানে তার কেমোথেরাপি দেয়ার কথা ছিল। পরিবারের সদস্যরা জানান, তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমছে। এ অবস্থায় কেমোথেরাপি দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তারা।

আব্দুল কাদেরকে দেশে ফিরিয়ে আনার কারণ জানিয়ে তার ছেলে জেমি গণমাধ্যমে জানান, ‘আসলে অবস্থাটা এমন যে হাসপাতালের কিছু করণীয় নেই তেমন। তাই আমরা চাচ্ছি উনাকে দেশে নিয়ে যেতে। সেখান থেকেই এখানকার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

জেমি আরো বলেন, ‘তিনি আপাতত মুখে কিছু খেতে পারছেন না। নল দিয়ে স্যালাইন দেয়া হচ্ছে তাকে। তবে কথা বলছেন স্বাভাবিকভাবেই। নিজেই ফোনে বিজনেস ক্লাসের টিকিট অর্ডার করেছেন ভারতের ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে।’

এর আগে, গত শনিবার (১৯ ডিসেম্বর) আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম গণমাধ্যমে জানিয়েছিলেন,‘বাবা ক্যান্সার ফোর স্টেজে থাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। শরীর প্রচণ্ড দুর্বল। এই অবস্থায় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। চিকিৎসকরা একবার আইসিইউতে নিতে চেয়েছিলেন, পরে আবার পরামর্শ দিয়েছেন আইসিইউতে না নেওয়ার। আমরা অপেক্ষা করছি, যদি শরীর একটুও ভালো হয়, তবে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসব।’

জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’ এ অভিনয়ের মাধ্যমে খ্যতি পান এই অভিনেতা। এরপর থেকে অগণিত নাটকে দেখা গেছে তাকে। ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্র করেও তিনি জনপ্রিয়তা পান।

অভিনেতা আব্দুল কাদের এভারকেয়ার হাসপাতাল


বিজ্ঞাপন
সর্বশেষ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪০

সরকারের প্রথম একনেক ১৮ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩

সম্পর্কিত খবর