স্টার সিনেপ্লেক্সে বছরের শেষ চমক!
২৩ ডিসেম্বর ২০২০ ১৬:০৭
২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে এ বছরের অন্যতম আকর্ষণীয় সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। একই দিনে মুক্তি পাচ্ছে পিক্সারের অ্যানিমেশন ছবি ‘সৌল’। দর্শকদের জন্য বছরের শেষ চমক হিসেবে দুটি ছবি একসঙ্গে মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।
সাড়া জাগানো ‘ওয়ান্ডার ওম্যান’ ছবির এই সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা ছিলো চলতি বছরের শুরুতেই। মহামারী কোভিড-১৯ এর কারণে একাধিকবার মুক্তি পিছিয়ে ২৫ ডিসেম্বর চূড়ান্ত করা হয়।
‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। প্রথম ছবির পর দ্বিতীয় ছবিও জনপ্রিয় হতে পারে, এমনটাই আশা ভক্তদের। এই ছবির জন্য কম ঘাম ঝড়াতে হয়নি অভিনেত্রী গ্যাল গ্যাদতকে। এক সাক্ষাৎকারে তিনি জানান, শুটিংয়ের সময় শারীরিক সক্ষমতা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, বেশ বাস্তবসম্মতভাবে সবকিছু শুটিং করার চেষ্টা করা হয়। তিনি মেরুদন্ডে বেশ আঘাত পেয়েছিলেন। তবুও শুটিং বন্ধ করেননি।
‘ইনসাইড আউট’ ছবিতে আবেগের রূপক কিছু চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন পিট ডক্টর। এবার ‘সৌল’ নিয়ে আসছেন আমেরিকার এই নির্মাতা। এটি পরিবেশনা করবে পিক্সার।
উঠতি সংগীতশিল্পী জো’কে (জেমি ফক্স) ঘিরেই এর গল্প। একদিন গর্তে পড়ার পর আত্মা থেকে আলাদা হয়ে যায় সে। এরপর আত্মাদের প্রশিক্ষণ কেন্দ্রে নিজেকে আবিষ্কার করে জো। সেখানে আরেক আত্মার (টিন ফে) সঙ্গে মিলে মানুষের মধ্যে ফেরার চেষ্টা করতে থাকে সে। ছবির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন জেমি ফক্স, টিনা ফে, ড্যাভিড ডিগস, অ্যাঞ্জেলা ব্যাসেটসহ আরও অনেকে।