রাজত্বের নতুন গান ‘নদী’
১১ ডিসেম্বর ২০১৭ ১৪:৫৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
র্যাপ গানে অল্পদিনেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে ‘রাজত্ব’। দলটির গানে রয়েছে দ্রোহ, প্রেম ও প্রতিবাদী শব্দের পরিপাটি বুনন।
তৌফিক আহমেদ ও ফয়সাল রদ্দি, এই দুজনের সম্মিলনে ২০০৮ সালে তৈরি হয় ‘রাজত্ব’ ব্যান্ড। দুজন মিলেই সাজিয়ে নেন গানের কথা ও সুর। এবার দুজন মিলে আনছেন নতুন গান ‘নদী’। তরুণ প্রজন্মকে মাথায় রেখে তৈরি করা গানটি ইউটিউবে উন্মুক্ত হচ্ছে সোমবার রাতে।
সারাবাংলাকে তৌফিক আহমেদ বলেন, ‘গানটি একটা মোবাইল কোম্পানির অ্যাপে দিয়েছিলাম বছর খানেক আগে। তখন সবাই এটা শুনতে পেত না। এবার সব শ্রেণীর শ্রোতাদের কথা মাথায় রেখেই মিউজিক ভিডিওসহ গানটি ইউটিউবে ছাড়া হচ্ছে।’
তৌফিক আরো জানান, রাজত্ব ব্যান্ডের তৃতীয় অ্যালবামের নাম হবে ‘অস্তিত্ব’। ‘নদী’ শিরোনামের গানটি ওই অ্যালবামেরই একক। এরপর আরো কয়েকটি একক উন্মোক্ত করে ‘অস্তিত্ব’ অ্যালবামটি বাজারে আনবে দলটি।
এখন পর্যন্ত প্রকাশিত রাজত্ব ব্যান্ডের অ্যালবামগুলো হচ্ছে ‘রাজত্ব’ আর ‘দাসত্ব’।
সারাবাংলা/টিএস/পিএম