Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবলারের চরিত্রে সুমিত


৫ জানুয়ারি ২০২১ ১৯:২২

রায়হান রাফি পরিচালনা করছেন ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এ সিনেমায় একজন ফুটবলারের চরিত্রে অভিনয় করছেন সুমিত। তাকে গোলকিপারের চরিত্রে দেখা যাবে।

সুমিত ছাড়া ‘দামাল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মীম, রাজ, সিয়াম, রাশেদ মামুন অপু, সুমিত সেন গুপ্ত, সাঈদ বাবু, সৈয়দ নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা।

‘দামাল’ নিয়ে সুমিত বলেন, আমরা গেল ডিসেম্বরে সৈয়দপুরে টানা ১৩ দিন ছবিটির প্রথম অংশের শুটিং করেছি। ওখানে শুটিংয়ের অভিজ্ঞতা ছিল দারুণ। প্রথমত আমি রংপুর অঞ্চলের সন্তান। যার কারণে জায়গাগুলো আগে থেকেই আমার পরিচিত। দ্বিতীয়ত ছবিটি মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে। অন্যরকম অনুভূতি কাজ করছিল ছবিটি করার সময়।

‘ছায়াবৃক্ষ’ সিনেমার একটি দৃশ্যে সুমিত

তবে ফুটবল খেলার দৃশ্যের এখনও শুটিং হয়নি বলে জানালেন সুমিত। তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে তারা মধ্য জানুয়ারি থেকে ফুটবল প্র্যাকটিস শুরু করবেন। এরপর দৃশ্যধারণ হবে।

সুমিত অভিনীত ‘মিশন এক্সট্রিম’ ও ‘ছায়াবৃক্ষ’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘মিশন এক্সট্রিম’-এ তিনি পুলিশ অফিসার এসি শহীদের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’-এ একজন চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে তাকে।

ছায়াবৃক্ষ দামাল রায়হান রাফি সুমিত

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর