Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি কঙ্গনার বিরুদ্ধে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ মার্চ ২০২১ ১৭:২২

জাভেদ আখতার মানহানির মামলার করেছিলেন কঙ্গনার বিরুদ্ধে। সে মামলায় আদালত থেকে সমন জারি করা হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু তিনি হাজির না হওয়ায় কঙ্গনা রনৌতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

এএনআইকে কঙ্গনার আইনজীবী জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। আগামী ২৬ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরই বলিউডের স্বজনতোষণ নিয়ে সরব হন কঙ্গনা। করণ জোহর, আলিয়া ভাটদের পাশাপাশি জাভেদ আখতারের নাম নিয়েও মন্তব্য করেছিলেন তিনি।

হৃতিক রোশনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন নাকি জাভেদ তাকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছিলেন। এমন অভিযোগও করেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তার সেই বক্তব্য। তার জেরেই  কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার।

গত শনিবার কঙ্গনা-ইস্যুতে হৃতিক রোশনের বয়ান রেকর্ড করে  মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘কৃষ থ্রি’। সেই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন হৃতিক ও কঙ্গনা। তারপর থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। কঙ্গনার অভিযোগ ছিল, মিথ্যা কথা বলে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন হৃতিক। তখন তিনি সুজানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। কঙ্গনা সেই সময় দাবি করেছিলেন, হৃতিকই নাকি মেইল পাঠাতেন তাকে।

২০১৬ সালে কঙ্গনার বিরুদ্ধে সাইবার সেলের দ্বারস্থ হন বলিউড তারকা।  পরে সেই মামলা ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে স্থানান্তরিত করা হয়।  শনিবার ক্রাইম ব্রাঞ্চের অফিসে গিয়ে প্রায় চার ঘণ্টা ধরে নিজের বক্তব্য রাখেন বলিউড তারকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

কঙ্গনা রনৌত গ্রেফতারি পরোয়ানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর