২৬ মার্চ মুক্তি পাবে ‘যৈবতী কন্যার মন’
১৯ মার্চ ২০২১ ১৫:১২
‘যৈবতী কন্যার মন’ বাংলা নাটকের শেকড়সন্ধানী নাট্যকার সেলিম আল দীনের অনবদ্য সৃষ্টি। বাংলাদেশের মঞ্চের অন্যতম সেরা নাটক বলা হয় এটিকে। অসংখ্য শো হয়েছে, তৈরি করা হয়েছে ধারাবাহিক। বিখ্যাত এ নাটকটি অবলম্বনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা নার্গিস আক্তার নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য ছবি।
ছবিটি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে।
২০১২-১৩ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি ৩ মার্চ সেন্সর ছাড়পত্র পেয়েছে। পরিচালক নার্গিস আক্তার জানিয়েছেন, ‘যৈবতী কন্যার মন’কে বোর্ড আনকাট সার্টিফিকেট দিয়েছে।
নার্গিস আক্তার বলেন, এ ছবিটি শেষ করতে আমাকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। শেষ পর্যন্ত ছবিটি শেষ করে মুক্তি পেতে পারছি। আমাদের এতদিনের কষ্ট খুবই স্বার্থক হবে যদি দর্শকরা ছবিটি পছন্দ করেন
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সায়ন্তনী দত্ত ও নবাগত গাজী আবদুর নূর।
সারাবাংলা/এজেডএস