Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজার বিতর্ক, তবুও সেরা কঙ্গনা


২৩ মার্চ ২০২১ ১৫:৫৩

বলিউডের বিতর্কের কেন্দ্রবিন্দু মানেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে সরব তিনি। সুশান্তের মৃত্যুতে বলিউডের নেপোটিজম, ফেভারিটিজম এবং নানা অন্ধকার দিক তুলে একের পর এক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। বিতর্কের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে তার নাম। কিন্তু এই বিতর্কে জড়াতে গিয়ে পড়লেন আইনি বিপাকেও। একের পর এক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। তবুও কঙ্গনা রানাওয়াতকে দমাতে পারেনি কেউ-ই। সব বিতর্ককে পাশে রেখে ফের কঙ্গনা প্রমাণ করলেন তিনিই বলিউডের কুইন।

এই নিয়ে চতুর্থবারের মতো ভারতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কার নিজের ঝুলিতে পুরে ফেললেন কঙ্গনা। এবছর ‘মণিকর্ণিকা’ ও ‘পাঙ্গা’ ছবির জন্যই কঙ্গনা পেলেন সেরা অভিনেত্রীর এই সম্মান। এর আগ ২০১৫ সালে কুইন এবং ২০১৬ সালে তন্নু ওয়েডস মন্নু-র জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। আর এর আগে ২০১০ সালে ফ্যাশন ছবির জন্য সেরা-সহঅভনেত্রীর জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি।

জাতীয় পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও পোস্টে কঙ্গনা বললেন, ‘এই পুরস্কার শুধুই আমার নয়। মণিকর্ণিকা ও পাঙ্গার গোটা টিমের জন্য। সবাই দারুণ কাজ করেছে বলেই এই সাফল্য এসেছে। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।’

উল্লেখ্য, মণিকর্ণিকা ছবি নিয়ে বিতর্ক হয়েছিল প্রচুর। ছবির শুটিং চলতে চলতেই পরিচালক বদলে দিয়েছিলেন কঙ্গনা। নিজেই ছবির বেশিরভাগটা পরিচালনা করেছিলেন। এই নিয়ে সমালোচনাও হয়েছিল প্রচুর। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল কঙ্গনার মণিকর্ণিকা।

এবারের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি ছবির সম্মান পেল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘ছিঁছোরে’। ছবিতে সুশান্ত ছাড়াও অভিনয় করেছিল শ্রদ্ধা কাপুর। ‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন মনোজ বাজপেয়ী এবং দক্ষিণী তারকা ধনুষ।

এদিকে মঙ্গলবার (২৩ মার্চ) প্রকাশ পেল বহু প্রতিক্ষিত ‘থালাইভি’ সিনেমার ট্রেলার। যেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার সফর কাহিনী তুলে ধরা হয়েছে। সমস্ত বাধা-বিপত্তি-অপমানকে হারিয়ে তামিলনাড়ুর ‘আম্মা’ হয়ে উঠেছিলেন জয়ললিতা। ছ’বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এমনই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন কঙ্গনা রানাওয়াত। এ. এল বিজয় পরিচালিত ‘থালাইভি’র চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী’, ‘মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি’ খ্যাত চিত্রনাট্যকার কে. ভি. বিজয়েন্দ্র প্রসাদ।

কঙ্গনা রানাওয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাঙ্গা ভারতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কার মণিকর্ণিকা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর